বিস্তারিত
আমন ধানের বাম্পার ফলণে চাষীরা খুশিতে আত্ন হারা
জানা যায়, মোট ১২৩০০ হেক্টর জমির মধ্যে ২৫০০ হেক্টর (৬১৭৫ একর) জমিতে রাজাসাইল/লেম্বু, ২২৫০ হেক্টর (৫৫৫৭ একর) জমিতে কাজলসাইল, ২০০ হেক্টর (৪৯৪ একর) জমিতে ঘিকচ, ২৫০ হেক্টর (৬১৮ একর) জমিতে মোটাধান, ৫০ হেক্টর(১২৪ একর) জমিতে সুগন্ধী ধান এবং ৭ হাজার ৫০ হেক্টর(১৭৪১৩ একর ) জমিতে উপসী ব্রিধান ৫২/৫৪/৪৪/৪০/২২ ও ২৩ ধান চাষ করেন কৃষকেরা।
ধান চাষ করে এবার লাভবান কৃষকেরা। ধানের দাম গড়ে ৬শত ৫০টাকা থেকে ৭শত টাকা । যা কৃষকের খরচ পুষিয়ে প্রতি ৮শতাংশে ১ হাজার টাকা লাভ থাকবে।