বিলছড়ি মাইজ পাড়া খৃষ্টান মিশন, বমু বিলছড়ি ইউনিয়ন
চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক হয়ে চকরিয়া শহিদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল হয়ে চাদের গাড়ী বা বাস যোগে হাসের ডিগি হয়ে লামা বাজার হয়ে ১.৩০মিনিটের রাস্থা।
0
স্থানী জরিপে জানা যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বিদেশী খৃষ্টানরা অত্র ইউনিয়নের বিলছড়ি মাইজ পাড়া গ্রামের বন বিভাগের প্রায় ১৯.০০ একর জমি দখল করে সহ পরিবারে বসবাস করেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা নিজ দেশে চলে যায়। পরে আবার তারা ঐ স্থা আসিয়া স্থানীয় উপজাতীদের নতুন ধর্ম গ্রহনের মাধ্যমে তাদের লেখা পড়া খাওয়া দাওয়া ও সববাসের স্থান করেদেন। বর্তমানে তারা ঐ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS